ব্যুরো রিপোর্ট: বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। সারাবছর মানুষ এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে। তবে গত বছর থেকেই পরিস্থিতি একটু অন্যরকম। করোনা আবহে দুর্গাপুজো সম্পন্ন হচ্ছে ।তবে দুর্গাপুজো শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নেই।
সারা বিশ্বজুড়ে যেখানে যেখানে বাঙালি থাকে সেখানে দুর্গা পুজো হয়। মূলত কুমোরটুলি থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে মা দুর্গার মূর্তি। এদিকে কানাডার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন মা দূর্গা।

মৃৎশিল্পী কৌশিক ঘোষ এর তৈরি মা দুর্গা আজ পাড়ি দিচ্ছে কানাডায়। তবে কৌশিক ঘোষ তৈরি মা দুর্গা প্রতি বছর করোনার আগে পর্যন্ত তৈরি দুর্গা প্রতিমা ৩৫টি বিদেশে পাড়ি দিত। তবে গত বছর মা দুর্গার প্রতিমা পাড়ি দিয়েছিল মাত্র ৭টি। তবে এ বছর অনেকটাই ভালো।
১৭টি মূর্তি বিদেশে পাড়ি দিচ্ছে ।তার মধ্যে রয়েছে আমেরিকা লন্ডন নেদারল্যান্ড সিঙ্গাপুর সুইডেন সহ বিভিন্ন দেশ। যে সমস্ত ঠাকুর কৌশিক ঘোষ তৈরি করেন তা মূলত একচালার তৈরি হয় এবং মা দুর্গার মূর্তি একটু ছোট আকৃতির হয় বলে জানা গিয়েছে।

বিদেশে পাড়ি দেয় মা দুর্গা তাই বেশ খানিকটা মা দুর্গা ফাইবারের তৈরি হয়ে থাকে ।দীর্ঘ কয়েক বছর ধরে বংশপরম্পরায় কৌশিক ঘোষ এই মৃৎশিল্প সঙ্গে যুক্ত রয়েছেন।
তবে মাঝখানে করোণা আবহ যখন বেশ খানিকটা বেড়ে গিয়েছিল তখন কর্মচারীরা ছুটিতে চলে গিয়েছিলেন। তখন কাজের অবস্থা বেশ খানিকটা খারাপ হয়ে গিয়েছিল ।

আবার রথের সময় থেকেই পরিস্থিতি বেশ খানিকটা স্বাভাবিক হয়েছে। কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। তবে সর্বোপরি কুমোরটুলির অবস্থা আগের থেকে বেশ খানিকটা ভালো ।
ইতিমধ্যে কুমোরটুলিতে সমস্ত মৃৎশিল্পীদের কাছে বায়না পড়েছে ।ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে ।অন্যদিকে মৃৎশিল্পী মিন্টু ঘোষ তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে মা দূর্গা মা দুর্গার প্রতিচ্ছবি একটু অন্যরকম দেখা যাবে।