দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের

দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের

ব্যুরো রিপোর্ট:  দিল্লি সফরে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বুধবার দুপুরে সংসদ ভবনে বসে একান্তে আলোচনা হয় দু’জনের মধ্যে। প্রধানমন্ত্রীর সঙ্গে এটি সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন ধনখড়।

মঙ্গলবার সন্ধ্যাবেলায় দু’দিনের সফরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যপাল। অবশ্য তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন।

এর পরেই রাজ্য-রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে, হঠাৎ আবার কেন দিল্লি সরফে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

এর আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল। সেই আবহে দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল।

সেক্ষেত্রেও শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তা নিয়ে রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল।

তার পর ফের দিল্লি সফরে গেলেন রাজ্যপাল। সূত্রের খবর, তিনি সেখানে দেখা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *