ব্যুরো রিপোর্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে উঠছে উত্তেজনা। তালিবান শাসিত আফগানিস্তানের আকাশ পথে উড়বে না মোদীর বিমান।
প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান মোদীর বিমানের অনুমতি দিল। এতদিন পাকিস্তানের আকাশ এড়িয়েই উড়েছে মোদীর বিমান। আফগানিস্তান হয়ে কাজাখস্তানে গিয়েছিলেন তিনি। এবার একেবারে উল্টে গিয়েছে সমীকরণ।