ব্যুরো রিপোর্ট: ফের বেসুরো আরও এক বিজেপি নেতা। এবার একপ্রকার দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন একুশের নির্বাচনে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। ‘কেন বিজেপি করা যায় না’- ‘জাগো বাংলায়’ এমনই একটি প্রতিবেদন লেখা হয়েছিল।
তার পরেই প্রবীরবাবু জানিয়েছিলেন, মানসিকভাবে তিনি আর বিজেপির সঙ্গে নেই।বৃহস্পতিবার এই প্রসঙ্গেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘কেউ বলেছিলেন আগে ভুল করেছিলাম আবার কেউ বলছেন এখন ভুল করছেন।
কে কী ভুল করেছেন আগে ঠিক করুন। বিজেপি গঙ্গার মতো পবিত্র ছিল, থাকবে। অনেকে এসেছে সেই পবিত্রতাকে সহ্য করতে পারছে না। এদো পুকুরে ছিলেন ওখানেই চলে যান, আরামে থাকুন আমাদের কোনও সমস্যা নেই।
’বুধবার প্রশাসনিক বৈঠকে প্রতিনিধিদের ধমক দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বিষয় নিয়েও দিলীপ বলেন, ‘যখন মানুষ ক্ষেপে যায় তখন তিনি এ ধরনের কথা বার্তা বলে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন প্রত্যেকবার।
কখনও কেস্টকে ধমকান আবার বলেন ওর একটু অক্সিজেন কম আবার ওর টাকাতে পার্টি চলে। এই ধরনের নাটকবাজী দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত। লোককে রাস্তায় দাঁড় করিয়ে নাম লেখাচ্ছেন একটা পয়সা দেন না।
ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু কিছু করেন না।’বিধানসভায় বিএসএফ-এর ক্ষমতা বাড়ানো প্রসঙ্গ নিয়ে বিজেপির সর্বভারতিয় সহ সভাপতি বলেছেন, ‘সাধারণ মানুষকে নয় বাংলাদেশকে মেরেছে আর এই জন্য পরিধি বাড়ানো হয়েছে।
যারা বাংলাদেশিদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে তাঁরাই এ নিয়ে চিৎকার চেঁচামেচি করেন।’ তিনি আরও বলেন, ‘দেশের লোক খুশি আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সুরক্ষা সবার প্রথমে।’