ব্যুরো রিপোর্ট: মানুষের মতো প্রেমিকার প্রতি নিজের ভালবাসা দেখাতে পিছিয়ে নেয় পশুরাও। তাদের ভালবাসাতেও দেখা গেল আধুনিকতার ছোঁয়া। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যা মন জয় করেছে নেটিজেনদের।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শুঁড়ে করে ফুলের গোছা নিয়ে প্রেমিকা হাতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রেমিক হাতি।
এর পরে প্রেম নিবেদন করার পরেই প্রেমিককে হাঁটু মুড়ে প্রেমের প্রস্তাব স্বীকার করতেও দেখা যায় প্রেমিকাকে।এমন আধুনিক কায়দায় প্রেম নিবেদন দেখে অবাক নেটিজেনরা।
কেউ এই ভিডিও দেখে বলেছেন, ‘এমন রোমান্টিক দৃশ্য আগে কখনও দেখিনি।’ আবার কেউ বলেছেন, ‘হাতির কাছ থেকে এমন প্রস্তাব এলে আমি স্বীকার করতে রাজি।’ ‘এলিফ্যান্টসসফওয়ার্ল্ড’-এর তরফে নেটমাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।