নিরাপত্তায় জোর, শহর জুড়ে বসছে অত্যাধুনিক মানের সিসি টিভি ক্যামেরা।

নিরাপত্তায় জোর, শহর জুড়ে বসছে অত্যাধুনিক মানের সিসি টিভি ক্যামেরা।

ব্যুরো রিপোর্ট:  নিরাপত্তায় জোর, শহর জুড়ে বসছে সিসিটিভি
অপরাধ দমনে শহরের বিভিন্ন জায়গায় বসছে সিসি টিভি ক্যামেরা। কলকাতা পুলিশের বেশ কিছু থানা এলাকায় সিসিটিভি না থাকায় অপরাধ ও অপরাধীদের ধরতে গিয়ে নাজেহাল হতে হচ্ছিল কলকাতা পুলিশকে।

তাই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ও প্রতিটি থানা এলাকায় সিসিটিভি বসাতে চাইছে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা।
ইতিমধ্যে এলাকার কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে তা নিয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছে থানার ওসিদের কাছ থেকে।

এর জন্য নির্দিষ্ট ফর্ম দেওয়া হয়েছে কলকাতা পুলিশের একাধিক থানায়। এলাকার কোথায় কোথায় সিসিটিভি লাগানোর দরকার তা ফর্ম ফিল আপ করে পাঠাতে বলা হয়েছে লালবাজারে।

একইভাবে ট্রাফিক এলাকাতেও যেখানে যেখানে ক্যামেরার প্রয়োজন সেই সমস্ত জায়গায় চিহ্নিত করে জানাতে হবে লালাবাজারে। এরপর এলাকা পরিদর্শন করে যেখানে যেখানে ক্যামেরা বসানো হবে তার ব্যবস্থা নেবে লালবাজারের শীর্ষ কর্তারা। প্রতিটি জায়গায় বসানো হবে নতুন প্রযুক্তি ক্যামেরা বলেই লালবাজার সূত্রে খবর।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে সিসিটিভিতে মুরে দেওয়ার। সেই মতো রাজ্যের প্রায় সমস্ত জেলার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে বসানো হচ্ছিল সিসিটিভি। কিছু জায়গায় কাজও করছিল সেগুলি।

কিন্তু আমফানের জেরে বেশ কিছু জায়গায় তা নষ্ট হয়ে যায়। সিসিটিভি, প্রাকৃতিক দুর্যোগে বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। ফলে বেজায় অসুবিধায় পড়ছিলেন পুলিশেরা। তাই সেই সমস্যা দূর করতেই শহরের রাস্তায় বসানো হচ্ছে অত্যাধুনিক মানের সিসি টিভি ক্যামেরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *