ব্যুরো রিপোর্ট: বিচ্ছেদ না হওয়া পর্যন্ত স্বামীর সম্পত্তির উপর একজন স্ত্রী’র অধিকার রয়েছে। এক মহিলার দায়ের করা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত এক মামলায় এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্ট।
কাউকে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে হলে সেক্ষেত্রে বাড়ির মালিকের পরিচয়পত্র এবং বাড়ির মালিকানার নথিপত্রও দেখাতে হয়। কেউ যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে সেক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ এবং বাড়ির মালিকের অনুমতির দরকার।
যেখানে উল্লিখিত থাকবে যে, ভাড়াবাড়িতে থাকা ব্যক্তি বিদ্যুৎ সংযোগ নিলে বাড়ির মালিকের কোনও আপত্তি নেই। এই নিয়মের ফলেই সমস্যায় পড়েছেন তনুজা বিবি নামে এক মহিলা।
স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে একই বাড়িতে আলাদা থাকেন তিনি। খাতায় কলমে তাঁরা এখনও স্বামী-স্ত্রী। তবে একই বাড়িতে থাকলেও, বাড়ির বিদ্যুৎ সংযোগ স্ত্রীকে দিতে নারাজ স্বামী।
এর ফলে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সিএসসি-র কাছে আবেদন করেন তনুজা বিবি। বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য বাড়ি ভাড়ার রসিদ বা মালিকানার নথিপত্রের প্রয়োজন।
যা তনুজা বিবির কাছে জোগাড় করা সম্ভব ছিল না। এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।হাইকোর্টে তনুজার স্বামীর আইনজীবী বলেছেন, ‘বাড়ি সহ যাবতীয় সম্পত্তির মালিক স্বামী।
এক্ষেত্রে কোনওভাবেই স্ত্রী নতুন বিদ্যুৎ সংযোগের দাবিদার হতে পারে না।’ এই মন্ত্রব্যের বিরোধিতা করে তনুজার আইনজীবী বলেছেন, ‘স্ত্রী হিসাবে তনুজা বিবিও তাঁর স্বামীর সম্পত্তির ভাগীদার।
সেক্ষেত্রে ওই বাড়িতেই তিনি নতুন বিদ্যুৎ সংযোগ পেতে পারেন।‘ দুপক্ষের সওয়াল-জবাব শোনার পর কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলে,
বিচ্ছেদ না হওয়া পর্যন্ত একজন স্ত্রী’র তাঁর স্বামীর সম্পত্তির উপর অধিকার রয়েছে। ফলে নতুন বিদ্যুৎ সংযোগ তিনি নিতে পারবেন। এক্ষেত্রে সিইএসসি কোনও বাধা পেলে তাদেরকে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলেছে হাইকোর্ট।