ব্যুরো রিপোর্ট: বিস্ফোরক বোঝাই ড্রোনের হানায় ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমির বাসভবন ক্ষতিগ্রস্ত। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য় করে এমন হামলাকে সেদেশের সেনার তরফে ‘হত্যার চেষ্টা’ বলে বর্ণনা করা হয়েছে।
যদিও ইরাকের প্রধানমন্ত্রী আপাতত অক্ষত অবস্থাতে রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হামলার সময় ঘটনাস্থল থেকে অক্ষতভাবে বেরিয়ে যেতে পেরেছিলেন তিনি। আপাতত তিনি সুরক্ষিত বলে জানা গিয়েছে।