ব্যুরো রিপোর্ট: নেটমাধ্যমে দুই কন্ঠ শিল্পীর পরিবর্তণ দেখে অবাক হলেন অনুরাগীরা। এই দুই কণ্ঠ শিল্পীর মধ্যে একজন হলেন সোনু নিগম এবং অন্য জন হলেন শান।গত ৩০ জুলাই সোনু নিগমের জন্মদিন গিয়েছে।
জন্মদিনে নেটমাধ্যমে একটি ছবি দিয়ে বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছিলেন শান। তবে, যে ছবি শান নেটমাধ্যমে দিয়েছিলেন তা দেখে হতভম্ব অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় সোনু ও শানের শরীর চর্চার ছবি দিয়েছিলেন। যা দেখেই রীতিমতো অবাক নেটাগরিকরা।
তবে শুধু শারীরিক পরিবর্তন নয়, পেশাগত দিক থেকেও পরিবর্তণ এনেছেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠ শিল্পী। আগে সপ্তাহে দুটি গানের রেকর্ডিং করলেও, এখন বছরে এক বার রেকর্ড করেন শান। ‘
ইন্ডিয়ান আইডল’-এর বিতর্কের পর থেকে রিয়্যালিটি শো থেকে দূরে থাকছেন সোনু নিগম। তবে তিনি আঞ্চলিক রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার ৩’-এর বিচারক হবেন বলে খবর।