ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড: মেসি-নেইমার দাপটে পর পর দুটি ম্যাচ জমজমাট! স্কোর একনজরে

ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড: মেসি-নেইমার দাপটে পর পর দুটি ম্যাচ জমজমাট! স্কোর একনজরে

ব্যুরো রিপোর্ট:  ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে পর পর দুটি হাইভোল্টেজ ম্যাচে সহজ জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা ও ব্রাজিল। একদিনে পেরুর থেকে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল, অন্যদিকে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা বলিভিয়ার বিরুদ্ধেও একই ভাবে ম্যাচ জয় করে নেয়।

এদিন বলিভিয়ার বিরুদ্ধে ফের একবার মেসি-ঝড় দেখা যায়। কোপা আমেরিকা জয়ী দলের ক্যাপ্টেন এদিন হ্যাট্রিকে আগুন ঝরান মাঠে। আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনা ৩-০ স্কোরে জিতে নিয়েছে। এদিকে, রিবেরিও ও নেইমার দাপটে পেরুর বিরুদ্ধে জয়ের শেষ হাসি হাসে ব্রাজিল।

খেলার স্কোর -ব্রাজিল ২, পেরু-০।বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডে খুব একটা ভালো সময় কাটছে না পেরুর। সপ্তম স্থানে থাকা পেরু ব্রাজিলের মুখোমুখি হওয়ার পরই পরের ম্যাচে চিলির মুখোমুখি পড়বে।

তবে ভেনিজুয়েলার বিরুদ্ধে পেরু নিজের তেজ দেখালেও নেইমার রিবেরিওদের বিরুদ্ধে সেভাবে ঝলসে উঠতে পারেনি ম্যাচের শুরু থেকেই। এদিকে, ব্রাজিলের বিরুদ্ধে সাম্প্রতিক হাইভোল্টেজ ম্যাচে নানান বিতর্ক অবমাননা নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওলেন মেসি।

আর কার্যত সেই শোধ তুলে এদিন পর পর গোলে কার্যত ভক্তদের প্রশান্তির বার্তা দিয়ে রাখলেন আর্জেন্টিনার অধিনায়ক। এদিন হ্যাট্রিকের ওপর ভর করেই আর্জেন্টিনার মহাতারকা মেসি গড়লেন এক অনন্য রেকর্ড।

এদিন দক্ষিণ আমেরিকার ফুটবলার হিসাবে তিনি সবচেয়ে বেশি গোলদাতা হিসাবে উঠে আসেন। এর আগে পর্যন্ত ফুবলের কিংবদন্তী পেলে লাতিন আমেরিকান ফুটবল আঙিনায় সর্বোচ্চ গোলদাতা হিসাবে খেতাবের অধিকারী ছিলেন।

তাঁর সংগ্রহের হোল ৭৭ টি। এবার তাঁকে ছাপিয়ে গিয়ে মেসি গড়লন অনন্য রেকর্ড। এদিনের ম্যাচে মেসির পর পর ৩ টি গোল তাঁকে ৭৯ টি গোলের মালিক করে তুলল। যা নিঃসন্দেহে বড় খবর মেসি ভক্তদের কাছে।এদিকে,

ফুটবলের মহাতারকা মেসির পায়ের জাদুতে আসা ৩ গোল আর্জেন্টিনাকে এদিন বলিভিয়ার বিরুদ্ধে যেমন জয়ের স্বাদ এনে দিয়েছে, তেমনই বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডে এই জয়ের মাধ্যমে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য রয়েছে নীল-সাদা জার্সির দল।

লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে বিশ্বকাপের এই যোগ্যতা অর্জনের তালিকায় মেসির আর্জেন্টিনা ৮ টি ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দাপটে এগিয়ে যাচ্ছে। তাদের মোট জয়ের সংখ্যা পাঁচটি। অন্যদিকে,

পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপমুখী কোয়ালিফায়ার রাউন্ডে কার্যত দাপট ধরে রাখল ব্রাজিল। এদিন পেরু বনাম ব্রাজিলের ম্যাচে খেলা শুরু হওয়ার ১৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন তিতের দলের অভারটন রিবেরো।

পরে ৪৩ মিনিটের মাথায় ঝাঁঝালো গোলটি করেন নেইমার। এদিকে, লাতিন আমেরকার ফুটবল দলগুলির মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে যেখানে আর্জেন্টিনা দ্বিতীয়স্থানে সেই তালিকায় ব্রাজিল প্রথম। এদিনের ম্যাচের হাত ধরে ২৪ পয়েন্ট ঘরে তুলেছেন নেইমাররা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *