ব্যুরো রিপোর্ট: করোনা অতিমারির কারণে জুলাই মাসে চারধাম যাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট। এবার সেই স্থগিতাদেশ তুলে নিয়ে চলতি বছরে চারধাম যাত্রার অনুমতি দিল হাইকোর্ট। অবশ্য চলতি বছরে চারধামে মোট ৩০০০ পুণ্যার্থী যেতে পারবেন বলে অনুমতি দেওয়া হয়েছে।
এর মধ্যে কেদারনাথে ৮০০, বদ্রীনাথে ১২০০, গঙ্গোত্রীতে ৬০০ ও যমুনাত্রীতে ৪০০ পুণ্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে মানতে হবে কোভিড বিধি। পাশাপাশি থাকতে হবে কভিডের নেগেটিভ রিপোর্ট এবং দু’টি টিকা নেওয়ার শংসাপত্র।চলতি বছরে জুলাইয়ে চারধাম যাত্রা হওয়ার কথা ছিল।
কিন্তু কুম্ভ মেলার অনুমতি দিয়ে সমালোচনার মুখে পড়েছিল উত্তরাখণ্ড সরকারকে। আর এর পরেই চারধাম যাত্রায় স্থগিতাদেশ দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট। অবশেষে সেই স্থগিতাদেশ তুলে নিয়ে, চারধাম যাত্রার অনুমতি দিল হাইকোর্ট।