২০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর সংখ্যা কত জেনে নিন

২০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর সংখ্যা কত জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  ২০ হাজারের নীচে নামল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮৭০ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৮ জন।

উৎসবের মরশুমের আগে করোনা ভাইরাসের করোনা সংক্রমণের এই পতন আশা দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। তবে এখনই আনন্দিত হওয়ার কারণ নেই। উৎসবের মরশুমে সকলকে সংযত রাখতে রাজ্যগুলি কড়া নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র।

গতকালও ২০ হাজারের নীচেই ছিল দেেশর দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবারের চেয়ে বুধবারে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। গতকাল যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১৮,৭০০-র কিছু বেশি মানুষ। সেটা আজকে একটু বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮৭০ জন। তবে সামান্য হলেও বেড়েছে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে দেশে মারা গিয়েছেন ৩৭৮ জন।

দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩৭,১৬,৪৫১ জন। দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৭,৭৫১ জন।সামনেই আসছে উৎসবের মরশুম। তার আগেই সতর্ক কেন্দ্র।

ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাত উৎসবের মরশুমে করোনা বিধি মেনেই উৎসবের আনন্দে সামিল হওয়ার কথা বলা হয়েছে। আগেই নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না।

আর ভিঁড়ে সামিল হতে গেলে করোনা টিকার ২টি ডোজ লাগবে বলে জানানো হয়েছে।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৮২,৫২০। এখনও পর্যন্ত ৮৭,৬৬,৬৩,৪৯০ জনের করোনা টিকাকরণ হয়েছিল। তবে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগে রয়েছেন সকলে।

হঠাৎ করে দৈনিক মৃত্যুর সংখ্যা কীভাবে ৩০০ ছাড়িয়ে গেল তা নিয়ে উদ্বেগে প্রকাশ করেছেন সকলে। এদিকে করোনা থার্ড ওয়েভ অক্টোবর মাসে চরমে উঠবে বলে জানানো হয়েছে। তার আগে শিশুদের টিকা নিয়ে বিশেষ তৎপর কেন্দ্র।

ইতিমধ্যেই ফাইজারের করোনা টিকার ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে এসেছে। কীভাবে এই করোনা টিকা কাজ করবে তা নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই ফাইজারের করোনা টিকা বাজারে আনা হবে বলে জানানো হয়েছে। এদিকে কোভ্যাক্সিনের করোনা টিকার ট্রায়াল রানও প্রায় শেষ পর্যায়ে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *