১৯৭ দিনে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দৈনিক কোরা ভাইরাসের সংক্রমণ কত জেনে নিন

১৯৭ দিনে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দৈনিক কোরা ভাইরাসের সংক্রমণ কত জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণের গ্রাভ আশার কথা শোনাল। ১৯৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪,৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২৭৭ জন।

সুস্থ হয়ে উঠেছেন ২৮,২৪৬ জন।উৎসবের মরশুমে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই জন্য আগে েথকেই গোটা দেশকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনওভাবেই যাতে করোনা ভাইরাসের সংক্রমণ না বাড়ে সেকারণে উৎসবের মরশুমে করোনা বিধি জারি করা হয়েছে।

মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বিধি একাধিক বিষয় মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে।দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গ সরকার নাইট কার্ফুতে ছাড় দিলে কলকাতা হাইকোর্ট কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কায় মণ্ডপে নো এন্ট্রি জারি করে দিয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ এতে নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকালই করোনা সংক্রমণের কারণে দুর্গাপুজোয় মণ্ডপে নো এন্ট্রি জারি করা হয়েছিল। যদিও পুজো উদ্যোক্তারা করোনা বিধি মেনেই পুজো করার কথা জানিয়েছে। অন্যান্য রাজ্যেও একাধিক করোনা বিধি জারি করা হয়েছে।

গত কয়েকদিনে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ওঠানামা করছে সাতশোর ঘরে। মৃতের সংখ্যাও ১৫ থেকে ২০-র মধ্যে ঘোরা ফেরা করছে। সবচেয়ে বেিশ করোনা সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়।

তারসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া হুগলি জেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ২০ হাজারের থেকে বেড়েছে দেশে। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩৭,৬৬,৭০৭ জন।

অন্যদিকে আবার করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যা দেশে ২,৭৫,২২৪ জন। ১৯৭ দিনে সর্বনিম্ন দেশের করোনা ভাইরাসের অক্টিভ রোগীর সংখ্যা। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য হলেও কমেছে। দেশে এখন মোট করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪,৪৮,৩৩৯ জন।

দেশে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ৮৯,৭৪,০০,০০০ জন। কেরলেও করোনা ভাইরাসের সংক্রমণে সামান্যপতন লক্ষ্য করা গিয়েছে। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩,৮৩৪ জন। করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৯৫ জন।

এদিকে করোনা সংক্রমণের কারণে ৩০ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। কয়েকটি নির্দিষ্ট সংখ্যক দেশের সঙ্গেই উড়ানে ছাড় দেওয়া হয়েছে। আমেরিকা, ব্রিটেন, সৌিদ আরব, সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা সহ একাধিক দেশে উড়ানে অনুমতি রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *