ব্যুরো রিপোর্ট: নারদ মামলায় স্বস্তি রাজ্যের দুই বিধায়কের। আদালতের রায়ে স্বস্তিতে শোভন চট্টোপাধ্যায়ও। আজ মঙ্গলবার আদালতে হাজিরার দিন ছিল ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টপাধ্যায়ের।
সেই মতো এদিন সকালেই আদালতে পৌঁছে যান তাঁরা। আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়।শুনানি শেষে আদালত তিনজনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুরন করে।
শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জু করে আদালত। শর্ত অনুযায়ী, এখনই ফিরহাদ, শোভন এবং মদন মিত্র দেশ ছাড়তে পারবে না। তদন্তে সবরকম সাহায্য করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী দলকে। ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে এই জামিন দেওয়া হয়েছে।