উত্তর সিকিমে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল ৫ পর্যটক ও গাড়িচালকের

উত্তর সিকিমে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল ৫ পর্যটক ও গাড়িচালকের

ব্যুরো রিপোর্ট:  ঘুরতে গিয়ে একের পর এক দুর্ঘটনার খবর আসছে। এবার শনিবার রাতে উত্তর সিকিমের চুংথাং-লাচুং সড়কের খিদুমের কাছে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল ৫ পর্যটক ও গাড়িচালকের। নিগতদের মধ্যে ৩টি নাবালক রয়েছে।

নিহত পর্যটকরা সবাই মহারাষ্ট্রের পুনের বাসিন্দা বলে জানা গিয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ চেষ্টায় রবিবার দেহগুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ৩টি গাড়িতে গ্যাংটক থেকে লাচুং যাচ্ছিলেন পর্যটকদের একটি দল।

২টি গাড়ি সময়মতো লাচুং পৌঁছে গেলেও গভীর রাত পর্যন্ত তৃতীয় গাড়িটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। গাড়িটির চালক বা যাত্রীদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না কেউ। গভীর রাতে বিষয়টি পুলিশকে জানান বাকি ২টি গাড়ির চালকরা।

কিন্তু সারা রাত গাড়িটির চালক বা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারাও। রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত কোনও গাড়ির খোঁজ পাওয়া যায়নি।রবিবার সকালে সেনা বাহিনী, মংগন,

লাচুং ও চুংথাং থানার আধিকারিরা মিলে একটি দল গঠন করে গাড়িটির খোঁজ শুরু করেন। দলে নেওয়া হয় স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও।

তখনই একজায়গায় রাস্তার ওপরে টায়ারের দাগ দেখতে পান স্থানীয়রা। সেকথা উদ্ধারকারী দলকে জানান। এর পর প্রায় ৫০০ মিটার গভীর খাদে গাছপালার নীচে উদ্ধার হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ধ্বংসাবশেষ।

অনুমান, শনিবার রাত ৮ – ৮.৩০ মিনিটের মধ্যে ঘটেছে দুর্ঘটনাটি।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সওয়ার ৫ পর্যটক ও চালকের দেহ উদ্ধার করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন চালক সোমি বিশ্বকর্মা। নিহত পর্যটকরা হলেন সুরেশ পুণম্য (৩৮), তরাল পুণম্য (৩৭)। দম্পতির কন্যা দেবাংশী (১০), পুত্র হীরাল (১৪) ও জয়ম (১৩)।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *