ব্যুরো রিপোর্ট: ভোর রাত থেকে কলকাতা-সহ আশপাশের কয়েকটি জেলা মুষলধারায় বৃষ্টি। বুধবার সকালেও আবহাওয়া দফতরের পূর্বাভাসে সেই বৃষ্টি কয়েক ঘন্টা জারি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জুন শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।এই সময়ের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন শুক্রবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, যেহেতু মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টি, সেই কারণে হাল্কা থেকে ভারী বৃষ্টির তারতম্য যে কোনও জায়গায় সে কোনও সময় হতেই পারে।আবহাওয়া দফতর বুধবার সকালে জানিয়েছে,
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কমেছে। ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।
আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৮৪ শতাংশ।এদিন সকাল সাতটায় দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, কলকাতার কিছু অংশের সঙঅগে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পরবর্তী কয়েকঘন্টার মধ্যে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে। আবার ট্রাফিকও বিঘ্নিত হতে পারে।