ব্যুরো রিপোর্ট: অভিনেত্রী পরিমণির বাড়ি থেকে উদ্ধার হল বিদেশি মদ ও মাদক। বুধবার অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায় বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র্যাব)। সেখান থেকেই এইগুলি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
পরিমণির বাড়িতে বিপুল পরিমাণে মদ রয়েছে বলে খবর পেয়েছিল র্যাব। এর পরেই বুধবার সকালে অভিনেত্রীর বাড়িতে অভিযান চালায় তারা।
বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের তল্লাশি শুরু হতেই নেটমাধ্যমে লাইভে এসে সাধারণ মানুষ ও প্রশাসনের কাছে সাহায্য চেয়েছিলেন পরিমণি।
কিন্তু তাতে কোনও লাভ হয়নি।তিন ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর অভিনেত্রীকে নিজেদের হেফাজতে নেয় র্যাব। জানা গিয়েছে, অভিনেত্রীর বাড়ি থেকে ৩০টি বিদেশি মদের বোতল,
নেশা করার ব্লটিং কাগজ ও কিছু পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এই ঘটনায় অভিনেত্রীর পাশপাশি তাঁর গাড়ির চালক ও বাড়ির এক কর্মীকেও গ্রেফতার করেছে র্যাব।