ব্যুরো রিপোর্ট: মেয়ের সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়েছিলেন গৃহকর্তা। আর এর পরেই আত্মঘাতী হলেন পরিবারের চার সদস্য। মৃত্যু হয়েছে ন’মাসের এক শিশু কন্যারও। অবশ্য অন্য এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।বেঙ্গালুরুর এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘বাড়ির মধ্যে আমরা পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছি। এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে দেখে মনে হচ্ছে চার জন আত্মহত্যা করেছেন।
না খেতে পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান দিন তিনেক আগে তাদের মৃত্যু হয়েছে। দেহগুলিতে পচন ধরেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
‘পুলিশ সূত্রে খবর, মেয়ের সঙ্গে ঝগড়া করে পাঁচ দিন আগে ঘর ছেড়ে চলে গিয়েছিলেন গৃহকর্তা শঙ্কর। অবশ্য তাঁর রাগ কমলে সে বাড়িতে ফোনও করেন। তবে ফোন তোলেননি কেউ। এর পরেই বাড়ি ফিরে, স্ত্রী,
ছেলে, দুই মেয়ের মৃত দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান শঙ্কর। পাশাপাশি এক নাতনির দেহ মেঝেতে পরে থাকতে দেখেন তিনি।অবশ্য অন্য এক নাতনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এটি আত্মহত্যার ঘটনা না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।