ব্যুরো রিপোর্ট: বদলির প্রতিবাদ করছিলেন তাঁরা। কিন্তু পুলিশের কাছে বাধা পেতেই বোতল থেকে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন চার শিক্ষিকা। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিকাশ ভবনের সামনে।
সূত্রের খবর, ওই চার জন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য এবং শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষিকা। বিভিন্ন সময় নানা বিষয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা।
অভিযোগ, ওই চার শিক্ষিকা দক্ষিণবঙ্গের স্কুলে কর্মরত ছিলেন, কিন্তু তাঁরা সহ আরও ১৬ জনকে উত্তরবঙ্গে বদলির নির্দেশ দেওয়া হয়। এই বিষয় নিয়েই মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।
এর পর পুলিশের কাছে বাধা পেতেই বিষ খেয়ে নেন ওই চার শিক্ষিকা। সঙ্গে সঙ্গে তাঁদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁদের শারীরিক পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে।