ব্যুরো রিপোর্ট: হাতে মোবাইল নিয়ে এবং কানে হেডফোন দিয়ে রেল লাইনের উপর দিয়ে গেম খেলতে খেলতে হেঁটে যাচ্ছিল চার কিশোর। গেম খেলায় এতটা বুদ হয়েছিল যে তাঁদের দিকে আসা ট্রেনের শব্দ শুনতে পায়নি তাঁরা।
আর এর মাশুল দিতে হল তাঁদের। ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল চার কিশোর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রাতে গেম খেলতে খেলতে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল চার কিশোর। সেই সময় ডাউন লাইনে ছুটে আসছিল আগরতলা-দেওঘর এক্সপ্রেস।
ট্রেন দেখে ওই চার কিশোরকে সাবধান করার চেষ্টা করেছিলেন আশেপাশের অনেকে। কিন্তু সেই আওয়াজ তাঁদের কানে আর পৌঁছায়নি। এর পরেই এই মর্মান্তিক দৃশ্যর সাক্ষী থাকল অনেকে।
অবশ্য সরকারিভাবে কতজনের মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। তবে স্থানীয়রা দাবি করেছেন, এই ঘটনায় চার জনেরই মৃত্যু হয়েছে। এর আগেও বহু এরকম ঘটনার কথা শুনেছে সাধারণ মানুষ,
অনেকেও হয়ত সাক্ষীও থেকেছেন। এই বিষয় নিয়ে সবাইকে সচেতন করার চেষ্টাও করা হয়। কিন্তু কিছু ক্ষেত্রে সচেতনতা বিন্দুমাত্র বাড়েনি, এই ঘটনা তারই প্রমাণ।