রিপোর্ট- শেখ এনায়েত: কলকাতা পুলিসে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা। ঘটনা বেহালা পাঠক পাড়ায়। চাকরি না পেয়ে চাকরির প্রার্থীরা বাড়িতে হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলে।
ব্যক্তির নাম পার্থ দত্ত, তিনি কেমেরার সামনে স্বীকার করেন অনেকের কাছ থেকে তিনি লক্ষ্যদিক টাকা নিয়েছে।
পার্থ বাবু কলকাতা পুলিশ এর চাকরি দেবে বলেছে ও পার্থি দের বলেছে কোনো পরীক্ষা দিতে হবেনা। যদিও এই ব্যক্তি যে পুলিশ কোনো প্রমান দিতে পারেননি।
তিনি কেমেরার সামনে বলেন তিনি কলকাতা পুলিশ এর ars এ কাজ করেন। তার id কার্ড ড্রেস সব অফিস এ জমা করে আসেন তিনি. বাড়িতে বৌ ও মায়ের সাথে থাকেন।
পার্থ বাবুর স্ত্রী বলেন তিনি ও কোনো দিন নিজের স্বামীর ড্রেস বা id কার্ড দেখেননি। পার্থ বাবু বলেন তিনি ars এর উচ্চ আধিকারিক কে টাকা দিয়েছেন তার নাম তিনি বলতে পারবেননা। বেহালা থানায় অভিযোগ করতে যাচ্ছেন চাকরির প্রার্থীরা।