এবার থেকে দুই দফতরের দায়িত্ব পেলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

এবার থেকে দুই দফতরের দায়িত্ব পেলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

ব্যুরো রিপোর্ট:  অবশেষে জল্পনায় শিলমোহর পড়ল। এবার থেকে দুই দফতরের দায়িত্ব পেলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সীলমোহর-‌সহ নবান্নের স্বরাষ্ট্র দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পঞ্চায়েত দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন সুব্রত মুখোপাধ্যায়। আপাতত দফতরবিহীন মন্ত্রী হিসাবেই থাকছেন অসুস্থ সাধন পান্ডে। 

শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সিলমোহর-‌সহ নবান্নের স্বরাষ্ট্র দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পঞ্চায়েত দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন সুব্রত মুখোপাধ্যায়।

গত একমাস ধরে ডামাডোল অবস্থা ক্রেতা সুরক্ষা দফতরের। ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে গুরুতর অসুস্থ হয়ে হালপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপরে সদ্য প্রয়াত হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের সচিব অর্ণব রায়।

এখানেই ওই দফতরে প্রশাসনিক সঙ্কট তৈরি হয়েছে। ক্রেতা সুরক্ষা দফতরের কাজ কীভাবে চলবে, তাই নিয়ে সবাই চিন্তিত। সে কারণে তড়িঘড়ি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপরে ক্রেতা সুরক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব বর্তেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, আপাতত দফতরবিহীন মন্ত্রী হয়েই থাকবেন সাধন পান্ডে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *