আজ থেকে রবীন্দ্র সরোবরে ঢুকতে পারবে শিশুরা

আজ থেকে রবীন্দ্র সরোবরে ঢুকতে পারবে শিশুরা

ব্যুরো রিপোর্ট:  দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে এবার কচিকাঁচাদের প্রবেশে অনুমতি মিলল। এই প্রবেশে জারি ছিল নিষেধাজ্ঞা। তবে সাবালকরা সেখানে প্রবেশ করতে পারছিলেন। এমনকী প্রাতঃভ্রমণ চলছিল জোরকদমে। শুধু বাকি ছিল শিশুরা।

এবার তাতেও মিলল ছাড়পত্র। আজ, শনিবার থেকে খুদেদের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্র সরোবর।জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে রবীন্দ্র সরোবরের ভিতরের দুটি চিলড্রেন্স পার্ক–সহ গোটা লেকেই ঘুরে বেড়াতে পারবেন শিশুরা।

তবে তাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে ৮টা এবং বিকেল ৪টে থেকে ৬টা শিশুরা প্রবেশ করতে পারবে রবীন্দ্র সরোবর লেকে। এই অনুমতি জারি করেছেন কেএমডিএ কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের জেরে এখানে শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘদিন এখানে শিশুরা বেড়াতে আসতে পারেননি।

পাশাপাশি এখানে পরিষ্কার–পরিচ্ছন্নের কাজও চলছিল। গত ২০ মাস ধরে রবীন্দ্র সরোবরে শিশুদের প্রবেশ নিষেধ ছিল। আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *