টিম ইন্ডিয়া মেন্টর ধোনিকে নিয়ে মিমের ঝড়ে উড়লেন গম্ভীর, ২ মাস আগেই কথা পাকা

টিম ইন্ডিয়া মেন্টর ধোনিকে নিয়ে মিমের ঝড়ে উড়লেন গম্ভীর, ২ মাস আগেই কথা পাকা

ব্যুরো রিপোর্ট:  দুই মাস আগেই টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রস্তাব পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গিয়েছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। ফলে আরও একবার টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ধোনির উপস্থিতি ও তার সুফলের কথা ভেবেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

মাহিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় বয়ে গিয়েছে। তাতে কার্যত উড়ে গিয়ছে ধোনি বিরোধী বলে পরিচিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। কে কী লিখলেন জেনে নিন।মহেন্দ্র সিং ধোনিকে টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার মেন্টর করার ভাবনা প্রথম এসেছিল বিসিসিআই সচিব জয় শাহের মাথায়। তিনি সেই ভাবনার বাস্তব রূপ দেন।

দুই মাস আগে ধোনির সঙ্গে ভার্চুয়ালি কথা হয় শাহের। দেশের সর্বকালের সেরা অধিনায়ককে, বিরাট কোহলিদের মেন্টর হওয়ার প্রস্তাব সেখানেই দিয়েছিলেন বিসিসিআই সচিব। একবারেই রাজি হয়ে গিয়েছিলেন এমএস।

এরপর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এই ইস্যুতে কথা বলেন জয়। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীরও অনুমতি নেন বিসিসিআই সচিব। ধোনিকে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর করার প্রস্তাবে সহমত পোষণ করেন বিসিসিআইয়ের কর্তারা।

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে শেষবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টের সেমিফাইনাল ছিল মাহির কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। তারপর থেকে আইপিএল খেলার পাশাপাশি বাড়ির বাগান পরিচর্যা ও অর্গ্যানিক ফার্মিংয়ে মনোযোগ দিতে দেখা যায় মাহিকে।

সেই গুহা থেকে সিংহকে যে এভাবেও বের করে আনা সম্ভব, তা দেখিয়ে দিল বিসিসিআই। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনির মনে যে এখনও কোথাও জায়গা নিয়ে ঘুমিয়ে রয়েছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম,

তা তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তেই প্রমাণ হয়েছে।টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার মেন্টর হিসেবে এমএস ধোনির নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গিয়েছে।

দেশের সর্বকালের সেরা অধিনায়ক তথা জাতীয় দলের বর্তমান মেন্টরকে নিয়ে নেট দুনিয়ায় মিমের ঝড় বয়ে গিয়েছে। ধোনির ছোঁয়ায় টিম ইন্ডিয়ার আইসিসি টুর্নামেন্ট জয়ের ক্ষরা দূর হবে বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা।

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাহি। তাঁকে সেভাবে বিদায় অভ্যর্থনাও দেওয়া সম্ভব হয়নি। টি২০ বিশ্বকাপ বিরাট কোহলিরা গুরুকে সেই দক্ষিণা দেবেন বলে মনে করেন মাহি ফ্যানরা।

এমএস ধোনির নেতৃত্বে ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জেতা গৌতম গম্ভীর যে প্রাক্তন ভারতীয় অধিনায়কের খুব একটা গুনমুগ্ধ নন, তা তিনি প্রকাশ্যেই জানিয়েছেন।

দেশের সর্বকালের সেরা অধিনায়কের একাধিক সিদ্ধান্ত নিয়ে কথা বলতে শোনা গিয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনারকে। সেই অপমান মনে জমিয়ে রেখেছেন মাহি ফ্যানরা। ধোনি টিম ইন্ডিয়ার মেন্টর নির্বাচিত হতেই গম্ভীরকে নিয়ে নেতিবাচক মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *