বিমানের জ্বালানির দামের থেকেও প্রায় ৩০ শতাংশ বেশি দামে বিকোচ্ছে পেট্রোল, কোন শহরে কত দাম

বিমানের জ্বালানির দামের থেকেও প্রায় ৩০ শতাংশ বেশি দামে বিকোচ্ছে পেট্রোল, কোন শহরে কত দাম

ব্যুরো রিপোর্ট:  দামে পারাপতনের কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে পেট্রোলের দামে। এদিকে রবিবারও দেশে জ্বালানির দাম অনেকটাই বেড়ে যায়। এই নিয়ে টানা চার দিন পরপর বাড়ল পেট্রোলের দাম। গত কয়েক মাস ধরেই দেশের গুরুত্বপূর্ণ বেশিরভাগ শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম।

রাজস্থান, কেরল, কর্ণাটকে ইতিমধ্যেই ডিজেলের দামও সেঞ্চুরি করে ফেলেছে। বর্তমানে দেশে পেট্রোলের দাম বিমানের জ্বালানির চেয়েও ৩৩ শতাংশ বেশি বলে দেখা যাচ্ছে। এই তথ্য সামনে আসতেই আরও বাড়ছে উদ্বেগ।এদিকে নতুন বর্ধিত দামের পর বর্তমানে কলকাতায় পেট্রলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়ে হয়েছে ১০৬ টাকা ৪৩ পয়সা।

অন্য দিকে, ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ৬৮ পয়সা। স্বস্তি নেই দিল্লিবাসীরও। দিল্লিতে বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৯৪ টাকা ৫৭ পয়সা।দিল্লিতে বিমানের জন্য ব্যবহৃত টারবাইন জ্বালানির দাম প্রতি লিটারে ৭৯ টাকা আর পেট্রোলের দর লিটারে ১০৫ টাকা ৮৪ পয়সা।কিন্তু বর্তমানে পেট্রোলের দর ছাপিয়ে গিয়েছে বিমানের জ্বালানির দামকেও।

সহজ ভাবে বললে বিমানে ব্যবহৃত টারবাইল জ্বালানি (এটিএফ)-র ১০ কিলোলিটারের দাম ৭৯ হাজার ২০ টাকা ১৬ পয়সা। অর্থাৎ, লিটারে দাঁড়ায় ৭৯ টাকা। যা বর্তমানে পেট্রোলের দামের থেকে ৩৩ শতাংশ কম। অন্যদিকে মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১১১ টাকা ৭৭ পয়সা।অন্যদিকে বাণিজ্যনগরীতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০২ টাকা ৫২ পয়সা।

অন্যদিকে চেন্নাইতে পেট্রোল বিকোচ্ছে ১০৩ টাকা ০১ পয়সায়। অন্যদিকে ডিজেলের দাম ৯৮ টাকা ৯২ পয়সায় দাঁড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর নির্ভর করে দেশীয় বাজারে জ্বালানির দাম। গত কয়েক মাসে সেখানেও অনেকটাই বেড়েছে তেলের দাম।

এদিকে আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতেই প্রত্যেক দিন নতুন দাম তুলে ধরে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি। এদিকে হিসাব বলছে বর্তমানে

দেশের চার মেট্রো শহরের মধ্যে মুম্বইতেই সবচেয়ে বেশি দাম জ্বালানির। অন্যদিকে বিহারের রাজধানী পাটনায় সোমবার এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৯ টাকা ২৪ পয়সা। অন্যদিকে ডিজেল বিকোচ্ছে ১০১ টাকা ১৪ পয়সায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *