ব্যুরো রিপোর্ট: সোনার বাজার গত দুদিনে যেভাবে চাঙ্গা হচ্ছিল খানিকটা, সেভাবে এদি দাম বেড়ে যাওয়ার ট্রেন্ড মহানবমীতে দেখা গেল না। এদিন নবরাত্রির দিন দেশ জুড়ে যখন উৎসবের মরশুম তুঙ্গে , তখন সোনার দাম ফের একবার সস্তার দিকে যেতে শুরু করেছে।
সোনার দাম বিশ্ববাজারের নিরিখে কমতে শুরু করে দিয়েছে। সোনার দাম কার্যত এদিন ফের একবার সস্তার দিতে যেতে শুরু করে দিয়েছে। এমনকি রুপোর দামও এদিন সস্তার দিকে গিয়েছে বলে জানা যায়।
এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, সোনার দাম এদিন কোনদিকে গেল।মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ০.২২ শতাংশ কমে গিয়েছে।
ফলে ১০ গ্রামে এদিন সোনা ২০৭ টাকাসস্তা হয়েছে। ফলে দুর্গাপুজোর নবমীতে সোনার দাম ১০ গ্রামে ৪৭,৮০৯ টাকা হয়েছে। উল্লেখ্য, হলুদ ধাতু এদিন সকাল সকাল উচ্চমাত্রায় ছিল দামের দিক থেকে। মার্কিন ইনফ্লেশন ডেটা প্রকাশের পর পরই বেড়ে গিয়েছিল সোনার ঘরোয়া বাজারের দাম।
এদিকে বন্ড কেনা নিয়ে সম্ভবত মার্কিন মুলুকে ফেডারাল ব্যাঙ্ক নিজের মতো নীতি নেবে। এই বন্ড কেনার অনুষ্ঠান নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে বলে জানা গিয়েছে।এদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১ কেজিতে ০.৫৫ শতাংশ কমে গিয়েছে। ১ কেজিতে রুপোর দাম ৩৪৬ টাকা কমেছে।
ফলে ১ কেজিতে রুপোর দাম ৬২,৭১৮ টাকা হয়েছে। এদিকে স্পট গোল্ডের দাম সামান্য হেরফের করেছে এদিন। জিএমটি ০১০০তে প্রতি আউন্সে স্পট গোল্ডের দাম মার্কিন ডলারে ৭৯৩.৭২ মার্কিন ডলার হয়েছে।
মার্কিন গোল্ড ফিউচারের দাম হু হু করে পড়ে গিয়েছে ০.১ শতাংশ। ফলে তা দাঁড়িয়েছে ১৭৯২.২০ মার্কিন ডলারে।কলকাতায় সোনার দাম ১৩ অক্টোবর ১০ গ্রামে পাকা সোনা ২৪ ক্যারেটে ছিল ৪৬৫০০ টাকা, হলমার্কের সোনা ২২ ক্যারেটে ছিল ১০ গ্রামে ছিল ৪৫৯৫০ টাকা।
এদিন নবমীমুখর শহরে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৩০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে হয়েছে ৫০,০০০ টাকা।চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০৫০ টাকা হয়েছে,
২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,১৪০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৭০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে হয়েছে ৪৭,৯৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮৫০ টাকা, ২৪ ক্য়ারেটে ৫১,১১০ টাকা।