ব্যুরো রিপোর্ট: শনিবার সকালে ভয়াবহ আগুন লাগে গার্ডেনরিচের এফসিআই-এর গোডাউনে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ১০ ইঞ্জিন। কালো ধোঁয়ার ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। গার্ডেনরিচের রামনগর এলাকার ফুড কর্পোরেশনের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে সকালে।
ভিতরে কেউ আটকে রয়েছে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তারাতলা ময়লা ডিপো ও এফসিআই গোডাউনে বিধ্বংসী আগুন। পাশাপাশি মোট সাতটি গোডাউনে আগুন লেগেছে।
তবে কী থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। তবে ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে তারাতলা রোড। স্থানীয় সূত্রে খবর, ওই গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়েছে। গোডাউনের মধ্যে প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে টায়ার সবকিছু রাখা হত।