প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে রাজ্যপাল জাগদীপ ধনকার রাজভবনে বৃক্ষরোপণ করলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে রাজ্যপাল জাগদীপ ধনকার রাজভবনে  বৃক্ষরোপণ করলেন

ব্যুরো রিপোর্ট:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71 তম জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার রাজভবনে সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন ও কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে,

বৃক্ষ রোপনের পর তিনি বলেন পরিবেশ পাল্টাচ্ছে তাই বৃক্ষরোপণ দরকার ও সকলকে আহ্বান করেন এই বৃক্ষরোপণ করবার জন্য। মাধব অধিকার সভ্যতার অন্য অঙ্গ মানবাধিকার হচ্ছে মানুষের উপরে আঘাত করা তাই তিনি সকলকে উদ্দেশ্যে বলেন মানবাধিকার লংঘন না হয় সকলের লক্ষ্য রাখা উচিত।

এতেই সকলের মঙ্গল আগামী দিনে নাগরিকরা সেই কাজ কথা মনে রাখবে। ভারত উন্নতি লাভ করছে খুব শীঘ্রই ভারত উন্নতশীল দেশগুলোর তালিকায় চলে আসবে ভারত টিকাকরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছে বিশ্বকে শুধু নিজের জন্য নয় অন্য দেশের জন্য ভারত সমান কাজ করে।

এর পাশাপাশি রাজ্যপাল বলেন রাজনীতি নিয়ে রাজ্যপালের মন্তব্য করা উচিত না, তবে তিনি রাজ্যে শিশু মৃত্যু ও অসুস্থ শিশুদের নিয়ে উদ্বিগ্ন জানাতে ভোলেননি আরো বলেন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন লোকজনের আরো সচেষ্ট হওয়া দরকার এই ব্যাপারে আমি আগেও অনেকবার এ ব্যাপারে জানিয়েছি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য।।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *