ব্যুরো রিপোর্ট: রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হানা। সূত্রের খবর, বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন পড়ুয়া। আহত হয়েছেন আরও ৬ জন। ইতিমধ্যে বন্দুকবাজকে খতম করা হয়েছে বলে খবর।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের এক বিল্ডিংয়ে কালো মুখোশ ঢাকা এক ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে। এর পরেই খবর পেয়ে নামানো হয় সামরিক বাহিনীকে।
তাঁদের গুলিতেই মৃত্যু হয় ওই বন্দুকবাজের।নেট্মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, প্রাণে বাঁচতে বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছেন পড়ুয়ারা। তবে, কেন এই হামলা চালানো হল এবং কে ওই হামলাকারী তা জানা যায়নি।