ক্রিকেট থেকে অবসর নিলেন হরভজন সিং

ক্রিকেট থেকে অবসর নিলেন হরভজন সিং

ব্যুরো রিপোর্ট:  সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন হরভজন সিং। শুক্রবার নেটমাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি।নেটমাধ্যমে ‘ভাজ্জি’ লিখেছেন, ‘সব ভাল জিনিসই একদিন শেষ হয়।

আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।

’সঙ্গে এক ভিডিও বার্তায় হরভজন বলেছেন, ভারতের হয়ে জার্সি পরে খেলায় ছিল আমার কাছে বড় অনুপ্রেরণা। সঙ্গে তিনি জানান, গত কয়েক বছর ধরে একটা ঘোষণা করতে চাইছিলাম। এর পরেই তিনি নিজের অবসরের কথা ঘোষণা করেন।

হরভজন আরও বলেছেন, ‘অনেকদিন ধরেই সক্রিয় ক্রিকেট খেলিনি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আমার দায়বদ্ধতার কারণেই আগে ঘোষণা করতে পারিনি।

কিন্তু মরসুমের মাঝপথেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলি। বাকিদের মতো আমিও ভারতের জার্সিতেই অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু সবার ভাগ্য সমান হয় না।

কিন্তু যে দলের হয়েই আজ পর্যন্ত খেলেছি, তাদের হয়ে ১০০ শতাংশ দিয়েছি।’১৯৯৮ সালে ভারতের জার্সি গায়ে তুলেছিলেন হরভজন।

এর পর টানা ২৩ বছর তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্সও করেছেন তিনি। সঙ্গে আইপিএল-এও পারফর্ম করতে দেখা গিয়েছিল তাঁকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *