দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা, প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা, প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ

ব্যুরো রিপোর্ট: পারদ চড়তে চলেছে রাজ্যে! তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে চলেছে। একই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

তবে কয়েকটি জেলাতে সামান্য বৃষ্টি হলেও আবহাওয়ার তেমন কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে প্রখর রোদ। কার্যত গলদঘর্ম অবস্থা।এর মধ্যেই ১ লা জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত দক্ষিণনবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের অ্যালার্ট দেওয়া হয়েছে।

শুক্রবার ২ জুন, তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায়।

এছাড়া বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হতে পারে। এমনকি তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত ছাড়াতে পারে। তবে আগামী ৪৮ ঘন্টায় বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামীকাল ৩ তারিখ এবং ৪ জুন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল এলাকাতে সামান্য বৃষ্টি হতে পারে।তবে এই বৃষ্টিতে কোনও স্বস্তি আসবে না।

বরং ছিটেফোঁটা বৃষ্টিতে অস্বস্তি বাড়বে। কার ৬ ও ৭ জুন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করবে প্রায় গোটা বাংলাকে। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে নিতান্ত প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানাচ্ছেন, চৈত্রের সঙ্গে এই তাপপ্রবাহের ফারাক আছে। শুষ্ক তাপপ্রবাহ ছিল। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ। ফলে অস্বস্তি আরও বাড়বে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং খুব উষ্ণ গরম।

অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *