অতি ভারী বর্ষণের সম্ভাবনা, মুম্বই-পুণেতে জারি লাল সতর্কতা

অতি ভারী বর্ষণের সম্ভাবনা, মুম্বই-পুণেতে জারি লাল সতর্কতা

ব্যুরো রিপোর্ট:  ফের অতি ভারী বর্ষণে বিপর্যস্ত হবে বাণিজ্যনগরী। আগামী ৩ দিন ফের মহারাষ্ট্রের মুম্বই-পুণেতে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মহারাষ্ট্রে আগামী ৩ দিন কমলা সতর্কতা জারি হয়েছে। পুণেতে জারি করা হয়েছে লালা সতর্কতা।

অন্যদিকে মহারাষ্ট্রের পালঘর এবং ঠাণেতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা।ফের বর্ষণ বাড়তে শুরু করেেছ পশ্চিমভারতের রাজ্যগুলিতে। ফের মহারাষ্ট্রে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী ৩ দিন মুম্বই, পুণে সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ হবেষ মুম্বই,

পলঘর, ঠাণেেত জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফের উত্তাল হয়ে উঠবে আরব সাগর। সেই সঙ্গে পুণে, রত্নগিরি, রায়গড় জেলাতেও লালা সতর্কতা জারি করা হয়েছে।পশ্চিমভারতের আরেক রাজ্য গুজরাতেও জারি করা হয়েছে ভারী বর্ষণের সতর্কতা।

বিশেষ করে গুজরাতের উপকূলবর্তী জেলা গুলিতে ভারী বর্ষণ হবে। নভসারি এবং ভালসাদ জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে সেকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

যাঁরা সমুদ্রে রয়েছে তাঁদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। এছাড়া রাজস্থানেও বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানের কয়েকটি জায়গায় ভারী বর্ষণ হবে বলে জানানো হয়েছে।ওড়িশাতে গত কয়েকদিন ধরেই বর্ষা বেড়েছ।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে বর্ষণ বেড়েছে। নিম্নচাপের কারণে ওড়িশা, অন্ধ্রপ্রদেশের উপকূলে বর্ষণের দাপট বাড়বে। আগেই আইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন চলব ভারী বর্ষণ।

এই দুই রাজ্যেও মুৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূল বর্তি এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ওড়িশার একাধিক জায়গায় লালা সতর্কতা জারি করা হয়েছে। কালাহান্ডি-রায়গড় জেলায় অতিভারী বর্ষণ শুরু হয়েছে।

২০০ মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।বর্ষণের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ওড়িশার খুরদা, পুরী, রায়গড়, কালাহাণ্ডি, গজপতি, গঞ্জাম, নয়াগড়, কান্ধামাল, মালাকানগিরি, কোরাপুট জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। পাহাড়ি এলাকায় হরপা বাণের সম্ভাবনা রয়েছে। সেকারণে সতর্কতা জারি করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *