ব্যুরো রিপোর্ট: সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ পরিষ্কার। আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে সকাল থেকেই অধিক আার্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া রয়েছে।
বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অগাস্ট বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালে মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি,
কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অগাস্ট বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সব জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। একইসঙ্গে আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
কলকাতা ও আশপাশের এলাকার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.১)
বালুরঘাট (২৬.৬)
বাঁকুড়া (২৬.৫)
ব্যারাকপুর (২৭.৮)
বহরমপুর (২৪.২)
বর্ধমান (২৫.২)
ক্যানিং (২৭.৪)
কোচবিহার (২৬.৭)
দার্জিলিং (১৬.২)
দিঘা (২৭.৫)
কলকাতা (২৭.৭)
মালদহ (২৬.২)
পানাগড় (২৭.৬)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৫.১)
শ্রীনিকেতন (২৪.৭)
মৌসুমী অক্ষরেখার পূর্বদিকের অংশ স্বাভাবিক অবস্থানের থেকে অনেকটাই উত্তরের দিকে অবস্থান করছে। বিকানের, হিসার, দিল্লি, বরেলি, গোরক্ষপুর,
পূর্ণিয়া হয়ে তা পূর্ব-উত্তর-পূর্বে অসমের পূর্ব দিকে অবস্থান করছে। অন্যদিকে তামিলনাড়ু উপকূলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।