আজও দিনভর চলবে ভারী বৃষ্টি, হড়পা বানে ভাসল গোপীবল্লভপুর, রোদ উঠবে কবে ? কী বলছে হাওয়া অফিস

আজও দিনভর চলবে ভারী বৃষ্টি, হড়পা বানে ভাসল গোপীবল্লভপুর, রোদ উঠবে কবে ? কী বলছে হাওয়া অফিস

ব্যুরো রিপোর্ট:  এখনও থেকে বৃষ্টি থেকে রেহাই নেই। আজও রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে ঘূর্ণাবর্ত। তাই পশ্চিমাঞ্চলের জেলা গুলিতেবৃষ্টি শুরু হয়েছে।

হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারও বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।আজও বৃষ্টি থেকে রেহাই মিলবে না। কলকাতার উপর থেকে ঘূর্ণাবর্তের কোপ কাটলেও দুর্যোগ সহজে কাটবে না।

আজও পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই হুগলি,পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,

পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে জেলাগুলিতে।বৃষ্টি কমলেও কলকাতা সহ সংলগ্ন জেলা গুলির একাধিক জায়গায় জল জমে রয়েছে।

আলিপুর বডিগার্ড লাইনে এখনও জল জমে রয়েছে। শহরের একাধিক নীচু এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে। বেহালাতেও একই পরিস্থিতি অন্যদিকে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা, পানিহাটি, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে।

গতকাল পানিহািট পুরসভা এলাকা পরিদর্শন করেছেন মদন মিত্র। অন্যদিকে বারুইপুর, সোনারপুরেও একাধিক জায়গায় জল জমে রয়েছে।নিম্নচাপের প্রবল বর্ষণ চলছে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায়। ঝাড়গ্রামের নয়াগ্রাম, গোপীবল্লভপুরে আচমকা হড়পা বান দেখা দেয় সকালে।

ভেঙে পড়েছে বাড়িঘর, ভেঙেছে রাস্তাও। প্রবল বৃষ্টির মধ্যেই হঠাৎ হড়পা বানে বিপর্যস্ত এলাকা। প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। বর্ধমানে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে শতাব্দীপ্রাচীন বাড়ি। যদিও হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বাজ পড়ে দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। আগেই যদিও সমুদ্রে মাছ ধরার উপর নিেষধাজ্ঞা জারি করেছিল হাওয়া অফিস। সেই নিষেধাজ্ঞা অমান্য করে কীভাবে তারা গেল তা নিেয় প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রবল বর্ষণের কারেন গতকাল থেকেই ব্যহত ট্রেন পরিষেবা। শিয়ালদহ এবং হাওড়া দুই শাখাতেই রেললাইনের উপর জল জমে যাওয়ায় অনিয়মিত হয়ে পড়েছিল লোকাল ট্রেন পরিষেবা।

হাওড়া ও সাঁতরাগাছি কারশেডে জল জমে যাওয়ায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তবে গতকালের চেয়েকিছুটা স্বাভাবিক রয়েছে স্পেশ্যাল ট্রেন পরিষেবা

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *