ব্যুরো রিপোর্ট: গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল কলকাতা। রবিবার থেকে সেই বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু বুধবার থেকে ফের ভারী বৃষ্টি হবে বলে জানাল আবহাওয়া দফতর। পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আজ অস্বস্তিকর গরম থাকবেও বলে জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির সেলসিয়াসে কাছে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বাঁকুড়া থেকে দীঘা পর্যন্ত এখনও বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। ধীরে ধীরে তা উত্তরবঙ্গের দিকে সরে যাবে।
আর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে।