ডিমের খোসা সহ ৭৫টি দ্রব্য সামগ্রী দিয়ে ৭৫ টি মানচিত্র বানালেন হুগলীর চন্দন বন্দ্যোপাধ্যায়

ডিমের খোসা সহ ৭৫টি দ্রব্য সামগ্রী দিয়ে ৭৫ টি মানচিত্র বানালেন হুগলীর চন্দন বন্দ্যোপাধ্যায়

ব্যুরো রিপোর্ট:  দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস স্বরণীয় করে রাখতে ৭৫ রকম সামগ্রী ব্যবহার করে ৭৫ টি মানচিত্র তৈরি করলেন চন্দন বন্দ্যোপাধ্যায়।

অপ্রয়োজনীয় দ্রব্য যেমন ডিমের খোসা,প্লাস্টিক ফুল,এবং ফল,ফুলের বীজ সহ ৭৫ টি দ্রব্য সামগ্রী ব্যবহার করে ৭৫ টি মানচিত্র তৈরি করে ফেলেছেন হুগলির ধনিয়াখালীর চন্দন বন্দ্যোপাধ্যায়।প্রথম মানচিত্রটি তৈরি করেন সুতলী দড়ি ব্যবহার করে এবং ৭৫ তম মানচিত্র টি করে সুগন্ধি ফুলের বীজ দিয়ে।

এছাড়াও প্রাচীন মুদ্রা সহ বিভিন্ন সময়ের কয়েন ব্যবহার করে তৈরি করেছেন একটি মানচিত্র। আবার দেশের মনিষীদের ছবি ও দেশ নায়ক সহ দেশের বিখ্যাত চলচিত্র শিল্পী, সংগীত শিল্পী, দেশের সেরা খেলোয়াড় দের ছবি ব্যবহার করে তৈরি করেছেন একটি মানচিত্র।

সংগীতের পাশাপাশি নতুন কিছু করার চিন্তা ভাবনা নিয়ে প্রথমে কয়েন আর্ট শুরু করেন চন্দন বন্দ্যোপাধ্যায়। একটি কয়েনের উপর কোনো আঠা বা চৌম্বক শক্তি ব্যবহার না করে ১৩ হাজার কয়েন দিয়ে একটি সেফ তৈরি করেন।

পরবর্তী কালে কয়েনের সংখ্যা বাড়িয়ে গ্রিনিজ বুক অফ রেকর্ডে নিজেকে সর্বোচ্চ প্রমান করায় চেষ্টায় ব্যস্ত। এরই মাঝে ৭৫ রকম সামগ্রী ব্যবহার করে দেশের ৭৫ টি  মানচিত্র তৈরি করে সারা ফেলেছেন তিনি।

২০১১ সালে কয়েন আর্টের উপর লিমকা বুক অফ রেকর্ডে দেশের সেরা হয়ে তাক লাগিয়েছিলেন চন্দন বাবু।

পেশায় সংগীত শিক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই মানচিত্র তৈরির কাজ করে আসছিলেন। ৭৫ তম স্বাধীনতা দিবসে নিজের এলাকার একটি স্কুলে এই মানচিত্র গুলি প্রদর্শন করবেন বলে জানান চন্দন বন্দ্যোপাধ্যায়।

চন্দন বাবুর ইচ্ছা তাঁর তৈরি মানচিত্র দেশের সর্বত্র প্রদর্শিত হোক এবং এর জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন রেখেছেন চন্দন বন্দ্যোপাধ্যায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *