ব্যুরো রিপোর্ট: দক্ষিণী রাজনীতিতে জয়ললিতা বরাবরই একটা বড় নাম। এমনকী ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটেও জয়ললিতার সংগ্রাম বরাবরই থেকেছে খবরের শিরোনামে। এদিকে এই জয়ললিতার জীবনই এবার রূপোলি পর্দায় ফুটিয়ে তুলেছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
সম্প্রতি হায়দরাবাদে হল এই ছবির প্রিমিয়ার। আর তাতেই দর্শক প্রশংসা কুড়িয়ে ফের সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায় কঙ্গনা।যদিও এই ছবির প্রমিয়ারের আগে অনেকেই ভেবেছিলেন ছবিটি আসলে জয়ললিতার রাজনৈতিক সংগ্রামের উপর তৈরি। যদিও তা আদপে অনেকাংশেই ভুল।
কারণ ছবির মূল পটভূমি আবর্তিত হয়েছে কেন্দ্রীয় চরিত্র জয়ললিতা ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.জি রামচন্দ্রনের লাভ স্টোরির উপর। এদিকে এম.জি.রামচন্দ্রনের চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী।
তবে রাজনৈতিক ঘাত প্রতিঘাত ছত্রে ছত্রে ওঠে এলেও তা একঘেয়েমীরও উদ্রেক করেছে অনেক সময়।যদিও প্রিমিয়ারে কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে অনেক দর্শককেই। অনেকেই বলছেন এটাই কঙ্গনার ক্যারিয়ারে সেরা ছবি। এদিকে তামিল, তেলুগু ও হিন্দি,
তিনটি ভাষাতে মুক্তি পাচ্ছে ‘থালাইভি’। এদিকে কঙ্গনা অভিনীত এই ছবি নিয়ে প্রথম থেকেই বেশ টানটান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। তবে মুক্তির পর দেখা গেল রাজনীতিবিদ জয়ললিতার জীবনের থেকে অনেক বেশি তাঁর ও এম.জি.রামচন্দ্রনের ব্যক্তিগত সম্পর্কের উপর জোর দিয়েছেন পরিচালক।
এতেও হতাশ হয়েছেন অনেকে।যদিও কঙ্গনার পাশাপাশি এম.জি.রামচন্দ্রনের ভূমিকায় অরবিন্দ স্বামীর অভিনয়ের প্রশংসা করেছেন সকলেও। তাঁর বাচন শৈলী, হাঁটাচলা এমনকী ক্ষুরধার দৃষ্টিতে অবিভূত হচ্ছেন দর্শকেরা।
তাঁর হাঁটা চলা, প্রতিটি ম্যানারিজমে এক ফোটাও খুঁত ধরার জায়গা দেননি অরবিন্দ। আর এতেই মুগ্ধ হচ্ছেন দর্শকেরা। তবে ছবির সম্পাদনা, আবহ সঙ্গীত আরও অনেকটাই ভালো করা যেত বলে মত সিনে বোদ্ধাদের।
যদিও এমনকী চিত্রনাট্যেও আনা যেত আরও একধিক মোচর।তবে থালাইভি-র একাধিক ডায়গলে কাত হয়েছেন দর্শকেরা। সাড়া পড়েছে হলে। এদিকে এই ছবির হাত ধরেই তামিল ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন কঙ্গনা।
এমনকী শুধুমাত্র এই ছবির জন্য প্রথমে ছয় কেজি ওজন কমান তিনি। এমনকী পরবর্তীতে সিনেমার প্রয়োজনেই আবার কুড়ি কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভরতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুরি, কথ্থক সহ একাধিক নৃত্যশৈলীতে শান দেন তিনি। এই সব নৃত্য কলাতেও রীতিমতো দক্ষ ছিলেন জয়লতিতা।
তাই রূপোলি পর্দায় কোনোরকম খামতি রাখতে চাননি কঙ্গনা।তবে থালাইভি-র একাধিক ডায়গলে কাত হয়েছেন দর্শকেরা। সাড়া পড়েছে হলে। এদিকে এই ছবির হাত ধরেই তামিল ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন কঙ্গনা। এমনকী শুধুমাত্র এই ছবির জন্য প্রথমে ছয় কেজি ওজন কমান তিনি।
এমনকী পরবর্তীতে সিনেমার প্রয়োজনেই আবার কুড়ি কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভরতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুরি, কথ্থক সহ একাধিক নৃত্যশৈলীতে শান দেন তিনি। এই সব নৃত্য কলাতেও রীতিমতো দক্ষ ছিলেন জয়লতিতা। তাই রূপোলি পর্দায় কোনোরকম খামতি রাখতে চাননি কঙ্গনা।