দোল ও হোলির দিন ব্লু লাইন এবং গ্রীনলাইনে কেমন থাকবে মেট্রো পরিষেবা

দোল ও হোলির দিন ব্লু লাইন এবং গ্রীনলাইনে কেমন থাকবে মেট্রো পরিষেবা

রিপোর্ট -দেবাঞ্জন দাস : ৭ মার্চ অর্থাৎ মঙ্গলবার দোলযাত্রার দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনে সব মিলিয়ে মোট ৬০ টি মেট্রো চলবে। ঐদিন মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ২:৩০ থেকে।

কিন্তু মেট্রোর শেষ পরিষেবার কোনরকম ভাবে সময় পরিবর্তন হবে না অর্থাৎ শেষ পরিষেবার সময় একই থাকবে।
৮ মার্চ বুধবার অর্থাৎ হোলির দিন ব্লু লাইনে মোট ১৮৮ টি মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

গ্রীন লাইন:
৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রার দিন গ্রীনলাইনে মোট ২২ টি মেট্রো চলবে। ঐ দিন মেট্রো সার্ভিস শুরু হবে দুপুর তিনটা থেকে। ঐদিন রাত ৮ টায় শেষ পরিষেবা দুই প্রান্ত থেকে ছাড়বে।


বুধবার ৮ মার্চ হোলির দিন মোট ৯০ টি পরিষেবা চলবে। ঐদিন প্রথম ও শেষ পরিষেবার সময়ের কোন পরিবর্তন হবে না।

৭ তারিখে পার্পেল লাইনে কোনো রকম পরিষেবা চলবে না। ৮ তারিখে পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *