ব্যুরো রিপোর্ট: সকালে মেঘমুক্ত আকাশ হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। মহাষ্টমীর বিকেলে ছাতা মাথায় ঠাকুর দেখার জন্য প্রস্তত থাকতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নবমীর রাতে ভাসবে কলকাতাও। কাজেই মেঘমুক্ত একেবারেই হবে না এবারের দুর্গাপুজো।আজ মহাষ্টমী। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। দিনভর কি মেঘমুক্ত আকাশ থাকবে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
কারণ আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল অষ্টমী থেকেই ফের বৃষ্টি অসুর হয়ে দেখা দিতে পারে আকাশে। অর্থাৎ সকাল নিরাপদ হলেও বিকেলে বৃষ্টি অসুর হয়ে দুর্গাপুজোর আনন্দ মাটি করতে পারে বলে জানানো হয়েছে।
সকালে রোদঝলমলে আবহাওয়া থাকলেও বিকেলে কিন্তু বৃষ্টি হবে একাধিক জেলায় এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে বিক্ষিপ্ত পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে সেই কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।
কাজেই অস্টমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অষ্টমীকে তেমন বৃষ্টির ভ্রুকুটি না থাকলেও নবমী এবং দশমীতে ভাল বৃষ্টি হবে। নবমীর দিন দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আর দশমীর দিন দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বর্ষা বিদায় নিচ্ছে বঙ্গ থেকে। আবহাওয়া বিদরা জানিয়েছেন বিদায়বেলার বৃষ্টিতে ভিজবে রাজ্য। শিলিগুড়ি, মালদহ শান্তিনিকেতন, বারিপদা, ইনদওর, রাজকোট হয়ে গুজরাতের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা।
এদিকে আবার পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েেছ। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে। সেটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে শুক্রবার থেকে ওড়িশা ও অন্ধ্র উপকূলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।