ব্যুরো রিপোর্ট: শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া এলাকায় বেশ কিছুদিন যাবৎ একটি জায়গায় নকল মদ তৈরির কারবার চলছিল বলে জানতে পারে ফাঁসিদেওয়া থানা পুলিশ।
এদের মধ্য রাতে ফাঁসিদেওয়া থানা আর সাদা পোশাকের পুলিশ পাহাড় হাউস সংলগ্ন মুন্ডা বস্তিতে হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করে।
পাশাপাশি ঘটনাস্থল থেকে ৫ যুবককে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানা পুলিশ। জানা যায় ১৩০ বোতল ইমপ্ল্যান্ট ব্লু হুইস্কি প্রচুর বিভিন্ন বিদেশী মদের খালি বোতল ১২০ লিটার স্প্রিট ৪০ প্যাকেট স্টিকার সহ প্রচুর পরিমাণ মত তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সূত্রে খবর মুন্ডা বস্তির মুনাল মুন্ডা বাড়িতে এই নকল মদ তৈরি করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায় কয়েক লক্ষ টাকার বিদেশি মদ সামগ্রী পাওয়া গিয়েছে।
আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এই নকল তৈরীর পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানা।