ব্যুরো রিপোর্ট: আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, তবে আপাতত প্রবল বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দক্ষিণ কিংবা উত্তরবঙ্গ কোথাও। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাততভাবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
তবে কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে এখনও পর্যন্ত বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের জন্য। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে অন্যদিনের মতো। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৭ (২৫)
বালুরঘাট (২৬.২)
বাঁকুড়া ২৫.৪ (২৫.৭)
ব্যারাকপুর (২৫.৮)
বহরমপুর (২৫.৪)
বর্ধমান (২৪.৬)
ক্যানিং ২৫.৬ (২৬)
কোচবিহার ২৫.৮ (২৬.৬)
দার্জিলিং ১৫.৪ (১৫.৪)
দিঘা ২৬.৩ (২৬.৮)
কলকাতা ২৭.৫ (২৭.১)
মালদহ ২৬.৭ (২৭.৬)
পানাগড় (২৭)
পুরুলিয়া (২৫.১)
শিলিগুড়ি (২৫)
শ্রীনিকেতন (২৬)
বিদর্ভ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপ এখন বিদর্ভের পশ্চিম অংশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ভুজ, বরোদা,
বিদর্ভ ও সংলন্ এলাকার নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে বামগুণ্ডাম, মছলিপত্তনম হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। আগামী কয়েকদিন পশ্চিম উপকূল বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।