ব্যুরো রিপোর্ট: তৃণমূলে যোগদানের পর এই প্রথম নবান্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়।
সাক্ষাৎ সেরে বেরিয়ে তিনি বলেন, এবার আমি মন খুলে কাজ করতে পারবো।নবান্নে তৃণমূলনেত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে বাবুল বলেন, ‘আমি অত্যন্ত অনুরাগের সঙ্গে কথা বলেছি।
অনেকক্ষণ ছিলাম। কথা হয়েছে। অন্য জায়গা থেকে এসেই এতটা ভালোবাসা পেলে ভাল লাগে।‘পাশাপাশি তিনি বলেন, ‘আমার ওপর ভরসা রাখা হয়েছে। দিদির ও অভিষেকের ব্যবহার খুব ভালো লেগেছে।
আমার মনে হয় আমি আগামিদিনে ভালো কাজ করতে পারবো।’তবে বাবুল জানান, দলে আমার তাঁর কী ভূমিকা হবে সেটা তৃণমূল নেত্রী ঠিক করবেন। পাশাপাশি তিনি বলেন, ‘আমার মনে হয় আমি মন খুলে কাজ করতে পারবো। মন ভরে গান করতে পারবো।’