ব্যুরো রিপোর্ট: শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধের প্রভাব, বন্ধ রেল চলাচলসপ্তাহের প্রথম দিন ভারত বনধ। সংযুক্ত কিষান মোর্চার ডাকে এই ভারত বনধ। তার প্রভাব এসে পড়ল এবার যাদবপুর এর ওপর। ধর্মঘটের সমর্থনে যাদবপুরে রেল অবরোধ বামেদের।
এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচল পুরোপুরি বিপর্যস্ত। সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর লাইনে পুরোপুরি বিপর্যস্ত রেল পরিষেবা। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।এছাড়াও হাওড়ার বিভিন্ন শাখার একাধিক স্টেশন থেকে রেল অবরোধের খবর পাওয়া যাচ্ছে।
ধর্মঘট সমর্থন করতে কলকাতার পথে লাগাতার মিছিল বামেদের। তবে শিয়ালদহ মেইন শাখাতেও ব্যাহত রেল পরিষেবা। শ্যামনগর স্টেশনে প্রায় ২৫ মিনিট রেল অবরোধ করেছিল বামেরা।
বাম নেতৃত্বের পক্ষ থেকে জানান হয়েছে, আজ বেলা ১১ টার সময় এন্টালি থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল করবেন বাম শীর্ষ নেতৃত্ব।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে কলকাতাসহ বিভিন্ন জেলায়।
তবে আরও সময় গেলে বোঝা যাবে ধর্মঘটের প্রভাব শেষ পর্যন্ত কতটা পড়বে বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে সকাল থেকে শহর কলকাতায় খন্ড খন্ড চিত্র ভালোভাবেই ধরা পড়েছে ।
শহরের বিভিন্ন প্রান্তে বামেরা ধর্মঘটে অবস্থান করছে। তারা সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে বেরিয়ে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বন্ধ সমর্থন করছেন। তবে পুরোপুরি হয় কিনা তা সময় এগোনোর সঙ্গে সঙ্গেই বোঝা যাবে।