ব্যুরো রিপোর্ট: ফের আলটপকা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলড’ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে খোঁচা দিতে গিয়েই নেটমাধ্যমে হাসির পাত্র হয়ে উঠলেন তিনি।
ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে পাক প্রধানমন্ত্রীকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘নিউজিল্যান্ড ৪০-৫০ লক্ষ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ১ বিলিয়ন ৩০০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে হারিয়ে দিয়েছে তারা।’
প্রসঙ্গত, ভারতের জনসংখ্যা হল ১৩০ কোটির কাছাকাছি। অর্থাৎ তা হয় ১.৩ বিলিয়ন। কিন্তু, ইমরান সেই পরিসংখ্যান ভুল দিয়ে ‘ট্রোলড’ হলেন সোশ্যাল মিডিয়ায়। অবশ্য এর আগেও ওসামাবিন লাদেনকে ‘শহিদ’ আখ্যা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী।