পারদ পতনের শুরুর মাঝেই ফের হালকা বর্ষণের পূর্বাভাস বাংলার কোন এলাকায়, একনজরে

পারদ পতনের শুরুর মাঝেই ফের হালকা বর্ষণের পূর্বাভাস বাংলার কোন এলাকায়, একনজরে

ব্যুরো রিপোর্ট:  সপ্তাহান্ত পার করলেই কালীপুজো। তবে বাংলার উৎসবের মরশুম মানেই যেন বৃষ্টি ‘সমার্থক’ শব্দ হয়ে উঠেছে! কালীপুজোর ঘিরে যখন প্রস্তুতি বাংলার ঘরে ঘরে তখন ফের একবার চোখ রাঙিয়ে যাচ্ছে বৃষ্টি। এদিনও হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও।

তবে বর্ষা আপাতত ভারত থেকে বিদায় নিয়েছে। ফলে এই বর্ষণ আকাশের মুখ ভার করা বর্ষার জেরে নয়। বলছেন আবহবিদরা। একনজরে দেখে নেওয়া যাক, আবহাওয়ার পূর্বাভাস।এদিন রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বর্ষণের পূর্বাভাস।

ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় এদিন হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সেভাবে ভারী বর্ষণ আপাতত নাও হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে সেভাবে বর্ষণের পূর্বাভাস না থাকায় , কালীপুজো শুষ্কভাবে কাটবে বলেই আশা করা যাচ্ছে আপাতত।বাংলায় উৎসব মানেই বৃষ্টির ঘনঘটা!

সামনেই কালীপুজোর পর রয়েছে ভাইফোঁটা। তবে তার মাঝে উত্তরবঙ্গে সেভাবে বর্ষা কোনও বিঘ্ন ঘটাবে না। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বর্ষণ হবে না বলে জানা গিয়েছে। স্পষ্ট ভাষায় , উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

বেশিরভাগ জেলাতেই নেই বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার রিপোর্টে বলা হচ্ছে, সেভাবে উত্তরবঙ্গের মাথায় কোনও সিস্টেম নেই। তবে বলা হচ্ছে, ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

আপাততত যা পরিস্থিতি তাতে দিনের তাপমাত্রার পরিবার্তন না হলেও, রাতের তাপমাত্রার পরিবর্তন হবে। উত্তরবঙ্গে বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা হু হু করে নামতে পারে। এমনই পূর্বাভাস রয়েছে।কলকাতাতে ভোরের দিকে হেমন্তের হালকা পরশ পড়তে শুরু করেছে।

ভোরের কলকাতা যেন নিজেকে হালকা হেমন্তের চাদরে জড়িয়ে নিয়েছে। তবে বেলা বাড়তেই অন্যান্য দিনের মতো এদিনও অনুভূত হতে শুরু করে দেবে রোদের দাপটে তাপমাত্রার বৃদ্ধি। কলকাতার কিছু অঞ্চলে শুক্রবার হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় এদিন দু এক পশলা বর্ষণ হতে পারে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার শহর কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম হতে পারে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা শহরে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকবে।দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপ রয়েছে দক্ষিণবঙ্গোপসাগরের মধ্যভাগে।

এরফলে বাংলায় সেভাবে প্রভাব না পড়লেও , তাবে ওড়িশা এই নিম্নচাপের ফলে ভিজতে পারে। আইএমডির তরফে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি নিম্মচাপ ক্রমশ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে যাবে বলে জানা গিয়েছে। এর প্রভাবে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বলে জানা গিয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *