ব্যুরো রিপোর্ট: করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রাজধানী দিল্লিতে খুলেছে স্কুল। তবে স্কুল খুলতে না খুলতেই বিপত্তি। একাদশ শ্রেণীর ছাত্রকে ঠিক ভাবে বসতে বলায়, ওই ছাত্র রড দিয়ে মাথা ফাটালেন শিক্ষকের।
যা শুনে রীতিমতো অবাক সবাই।টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শনিবার এই ঘটনাটি ঘটেছে দিল্লির রানহোলা এলাকায় সরকারি বয়েজ স্কুলে। এই ঘটনার পরেই পদক্ষেপ নিয়েছে পুলিশ। গ্রেফতার করেছে ললিত(২১) নামে অভিযুক্ত ওই ছাত্রকে।
জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়া একাদশ শ্রেণীতেই দু’বার অকৃতকার্য হয়েছেন।এই ঘটনায় অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।