ব্যুরো রিপোর্ট: টোকিয়ো অলিম্পিক্সে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেল ভারতীয় মহিলা হকি দল। ১-২ ব্যবধানে এই ম্যাচ হারে ভারত। ফলে ফাইনালে ওঠার সুযোগ হারাল রানি রামপালরা।
ম্যাচের প্রথম দু’মিনিটের মধ্যেই পেনাল্টি কর্ণার পায় ভারত। সেখান থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন গুরজিৎ কৌর। কিন্তু, দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্ণার থেকে আর্জেন্টিনাকে গোল করে এগিয়ে দেন অধিনায়ক মারিয়া বারিয়োনুয়েভো।
এর পরে একের পর এক পেনাল্টি কর্ণার পায় আর্জেন্টিনা। সেরকমই এক পেনাল্টি কর্ণার থেকেই গোল করে সেই বারিয়োনুয়েভোই। ফলে ম্যাচ শেষে ১-২ ব্যবধানে এই ম্যাচ যেতে আর্জেন্টিনা।