ব্যুরো রিপোর্ট: দাদুর দেহ ফ্রিজে ঢুকিয়ে রাখল নাতি! এমনই এক ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। এই ঘটনার খবর জানতে পেরে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
সূত্রের খবর, তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের পারাকাল এলাকায় দাদুকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন নিখিল। দাদুর পেনশনের টাকায় দু’জনের সংসার চলত। কিন্ত গত দু’দিন ধরে ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বেরোলে সন্দেহ হয় প্রতিবেশিদের। এর পরেই তারা খবর দেয় পুলিশে।
পুলিশ এসে দেখে ফ্রিজের ঢুকিয়ে রাখা হয়েছে বৃদ্ধের দেহটি। দেহটিতে পচন ধরতে শুরু করেছিল। এই ঘটনায় নিখিল দাবি করে, অসুস্থতার কারণে তিন দিন আগে মারা যান দাদু। টাকা না থাকায় দাদুর শেষকৃত্য করতে পারিনি। সেই কারণেই চাদর মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম।
অবশ্য বৃদ্ধের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের ধারণা, বৃদ্ধের পেনশনের টাকা যাতে বন্ধ না হয়, সেই জন্য দাদুর মৃত্যুর খবর কাউকে না জানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল নাতি নিখিল।