ব্যুরো রিপোর্ট: ফের দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। বজায় থাকবে অস্বস্তিকর গরম। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
ফের নিম্নচাপ ঘনাচ্ছে সাগরে। হাওয়া অফিস জানিয়েছে ওড়িশা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখাও।
তাই আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুই বঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জুলাই মাসের থেকে অগাস্ট মাসে বেশি বৃষ্টি হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরেই নিম্নচাপের ভ্রুকুটি দেখা গিয়েছে রাজ্যে। বেশ কয়েক দফায় অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানেও প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে।
শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা গুলিেতও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার সহ একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরে একাধিক জায়গায় ধস নেমেছিল। বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুও হয়েছে ধসের কারণে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে।
দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও কলকাতায় কিন্তু বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। কলকাতায় মেঘলা আকাশ থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানানো হয়েছে। আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
জেলা গুলিতে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে কলকাতায়।
সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ।