ব্যুরো রিপোর্ট: এদিকে, পুজোর ঢাকে কাঠি পড়তে আর কয়েকদিনের অপেক্ষা। দেশ জুড়ে উৎসব মুখরতা দেখা যাচ্ছে। কলকাতা থেকে কাঁথি সর্বত্রই পুজো মণ্ডপের কাজ প্রায় শেষ পর্যায়ে গিয়েছে। এমন অবস্থায় দেশে ফের একবার বাড়ল করোনা সংক্রমণ।
শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৩১ জন। এদিকে, নতুন করে এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘিরে বারবার ভাবাচ্ছে করোনা পরিস্থিতি। পুজোর আগে কার্যত করোনা নিয়ে উদ্বেগ অব্যাবত থাকল।